
কাঠমান্ডু, ১৮ জানুয়ারি (হি.স.) : নেপালের রাজধানী কাঠমান্ডু মেট্রোপলিটন পৌরসভার মেয়র বলেন্দ্র (বালেন) শাহ রবিবার তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রতিনিধি সভা নির্বাচনে জাতীয় স্বতন্ত্র পার্টি (ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টি বা এনএসপি)-র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
রবিবার বিকেলে বালেন শাহ উপ-মেয়র সুনীতা ডাঙ্গোলের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন।
ইস্তফাপত্রে তিনি জানান, নেপালের সংবিধান ২০৭২, স্থানীয় সরকার পরিচালনা আইন ২০৭৪ এবং মেট্রোপলিটন পৌরসভার প্রচলিত বিধি অনুসারে তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে।
উল্লেখ্য, রবিবার দিনভর তাঁর ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। এমনকি মনোনয়ন প্রক্রিয়া স্থগিত হতে পারে বলেও আলোচনা ছিল। তবে অবশেষে বালেন শাহ নিজেই ইস্তফা দিয়ে সব জল্পনার অবসান ঘটান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য