
কাঠমান্ডু, ১৮ জানুয়ারি (হি.স.) : নেপালে আসন্ন প্রতিনিধি সভা নির্বাচনের প্রেক্ষিতে সোমবার থেকে নির্বাচনী আচরণবিধি কার্যকর হচ্ছে। রবিবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ মার্চ নির্বাচন, তার আগে ২০ জানুয়ারি প্রার্থীদের মনোনয়ন শুরুর এক দিন আগেই এই বিধি কার্যকর করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর মনোনয়ন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ এক লক্ষ টাকা জরিমানাও করা হতে পারে। বিধি কার্যকর হওয়ার পর সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও সংবাদমাধ্যমের কর্মকাণ্ডের উপর কড়া নজরদারি চালানো হবে।
আচরণবিধি অনুযায়ী, সরকারি সম্পদ ও যানবাহন ব্যবহার করে প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। সামাজিক মাধ্যমে ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য বা এআই ব্যবহারের মাধ্যমে প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘নীরব সময়’ কার্যকর হবে। টিভি ও রেডিওতে দিনে সর্বোচ্চ চারবার বিজ্ঞাপন দেওয়া যাবে, প্রতিটি এক মিনিটের বেশি নয়।
প্রার্থীরা সর্বোচ্চ দুইটি গাড়ি ব্যবহার করতে পারবেন। বিদেশি নম্বর প্লেটের যান নিষিদ্ধ। সরকারি কর্মী ও শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া যাবে না। শিশুদের ব্যবহার করে প্রচার, স্কুল–কলেজ চত্বরে সভা, নতুন প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নির্বাচনের ফল ঘোষণার ১৫ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী খরচের হিসাব জমা দিতে হবে এবং সব খরচ ব্যাংকের মাধ্যমে করতে হবে বলে কমিশন জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য