
মৌসুমী সেনগুপ্ত
কলকাতা, ১৮ জানুয়ারি, (হি স)। “মাননীয়ার রাজত্বে ছোট ছোট ছেলেদের যে সময়ে স্কুলে যাওয়ার কথা, সেই সময়ে পেন-বই-খাতার বদলে পাথর দিয়ে তারা সগর্বে রেল অবরোধ করছে।” সামাজিক মাধ্যমে এই মর্মে ২২ সেকেন্ডের একটি পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
রবিবার বেলা ১০টা ৫০ পর্যন্ত এই পোস্ট দেখেছেন ১ লক্ষ ৩৫ হাজার। মন্তব্য ও শেয়ার হয়েছে যথাক্রমে ২৮৩ ও ৮৬৬।
অগ্নিমিত্রা লিখেছেন, “এমন পরিস্থিতি হওয়ারই ছিল হয়তো। মাননীয়া এবং ওনার প্রশাসনের দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়ে পথে বসেছেন।
শিক্ষকের অভাবে একের পর এক স্কুল ধুঁকছে-বন্ধ হচ্ছে। স্কুল ছুটের তালিকাও ক্রমাগত দুরন্ত গতি থেকে অতীব দুরন্ত গতি ধরেছে। এই বাংলায় শিশুদের ভবিষ্যত আজ এক বড় প্রশ্ন চিহ্নের সমানে দাঁড় করিয়েছেন মাননীয়া স্বয়ং।
এই ব্যর্থতার দায় আপনার। হ্যাঁ মাননীয়া আপনার। পৃথিবীর ইতিহাসের একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসাবে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
প্রতিক্রিয়ায় গৌতম পরামানিক লিখেছেন, “ইনাদের সমাজে এটাই শেখানো হয়। স্কুলে এনারা পাঠায় না। মানুষকে মারতে হবে কি করে এনাদের যারা মাস্টারমাইন্ড আছে ছোট ছোট বাচ্চাকে এই শেখা, এখন এদের ট্রেনিং চলছে। বড় হলে এরা কি করবে?”
অনিন্দিতা ঘোষমুখার্জী লিখেছেন, “দিদির কথা তো চলে দিদি বলছে রেল আটকাও
তাই করছে কারণ রেলটা কেন্দ্রীয় সরকারের এরা এক বিশেষ সম্প্রদায়ের...এদের এটাই শেখানো হয়...”। সীতাংশু শেখর লিখেছেন, “মাদ্রাসা শিক্ষা। আসাম কে দেখে শিখুক ভারত।দেশ থেকে তুলে দেওয়া হোক ভাগাড়ের এই অমানবিক শিক্ষা।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত