
কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বেলডাঙার মতো ঘটনা ঘটবে না, দাবি করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। রবিবার তিনি বলেন, বেলডাঙায় হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, তার পেছনে পশ্চিমবঙ্গ সরকারই দায়ী। এদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত বছর ধরে জয়ী হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বেলডাঙার ঘটনা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সে সম্পর্কে তিনি সম্ভবত জানেন না যে আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ