এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, বসিরহাটে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি (হি.স.): এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ তুলে রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা| এ দিন বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি পঞ্চায়েতের অন্তর্গত সংগ্রামপুর তেঁতুলিয়া রোডে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্ব
এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, বসিরহাটে বিক্ষোভ


উত্তর ২৪ পরগনা, ১৮ জানুয়ারি (হি.স.): এসআইআরের শুনানিতে হয়রানির অভিযোগ তুলে রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা| এ দিন বসিরহাটের সংগ্রামপুর শিবহাটি পঞ্চায়েতের অন্তর্গত সংগ্রামপুর তেঁতুলিয়া রোডে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রবিবার দুপুর নাগাদ সংগ্রামপুর শিবহাটির ৪ ও ৫ নম্বর বুথের ভোটাররা বিক্ষোভ দেখান। পরে তাতে যোগ দেন আইএসএফ এবং তৃণমূল নেতৃত্বও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande