
খোয়াই (ত্রিপুরা), ১৮ জানুয়ারি (হি.স.) : খোয়াই জেলার সিঙ্গিছড়া ২ নং বাজারে পৌষ সংক্রান্তির রাতে সংঘটিত উগ্রবাদী গণহত্যার শহিদদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের দৃঢ় আহ্বান জানান বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।
রবিবার ভারতীয় জনতা পার্টি খোয়াই মণ্ডল কমিটির উদ্যোগে সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে এই শহিদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ বিজেপি-এর অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভামঞ্চে অস্থায়ী শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিরা। শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সমবেদনা জানান বিজেপি প্রদেশ সভাপতি।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, এক সময় রাজ্যে সন্ত্রাসবাদী নামধারী রাজনৈতিক শক্তির মদতেই রক্তের হোলি খেলা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, তখন কেন এত গণহত্যা সংঘটিত হয়েছিল এবং কার প্রশ্রয়েই নিরীহ মানুষের রক্ত প্রবাহিত হয়েছিল। তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ২০০১ সালের ১৩ জানুয়ারি সিঙ্গিছড়া ২ নং বাজারে উগ্রপন্থীদের অতর্কিত হামলায় ১৬ জন নিরপরাধ মানুষ প্রাণ হারান। ২০১৮ সালে বিজেপি-আইপিএফটি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
এদিনের সমাবেশে বিরোধীদের তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি প্রদেশ সভাপতি। সমাবেশ শেষে খোয়াই বিধানসভা এলাকার ১৫টি পরিবারের মোট ৪৫ জন ভোটার সিপিআইএম সহ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। রাজীব ভট্টাচার্য নিজ হাতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ