
ফালাকাটা, ১৮ জানুয়ারি (হি.স.): শনিবার রাতভর ফালাকাটার কুঞ্জনগর এলাকায় একদল হাতির তাণ্ডবে তছনছ হয়ে গেল বিঘার পর বিঘা আলু খেত। জলদাপাড়া অভয়ারণ্য থেকে লোকালয়ে ঢুকে পড়া হাতির দলটি কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার প্রান্তিক চাষিরা। বন দফতর সূত্রে জানা গেছে, শনিবার রাতে জলদাপাড়া জঙ্গল থেকে ১০-১২টি হাতির একটি দল কুঞ্জনগরে প্রবেশ করে আলু খেতে তাণ্ডব চালায়। কুঞ্জনগর প্রকৃতি পর্যটন কেন্দ্র সংলগ্ন এলাকায় হাতিগুলি দীর্ঘক্ষণ তাণ্ডব চালায়। ফসল তোলার মুখেই এই ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, এলাকাটি অভয়ারণ্য সংলগ্ন হওয়া সত্ত্বেও এখানে কোনও ওয়াচ টাওয়ার নেই, ফলে রাতের অন্ধকারে হাতির গতিবিধি বোঝা সম্ভব হয় না। গ্রামের সীমানায় বেড়া দেওয়ার কাজ শুরু হলেও প্রায় ৩ কিমি এলাকা এখনও অসুরক্ষিত পড়ে রয়েছে। এই কাজ দ্রুত শেষ না হওয়ায় হাতিরা অনায়াসেই গ্রামে ঢুকে পড়ছে বলে মত গ্রামবাসীদের।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ