জনজাতি উন্নয়ন ইস্যুতে রাজ্যপালের দ্বারস্থ তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা
আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : আগামী বিধানসভা অধিবেশনে জনজাতিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরার দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। রবিবার রাজভবন
লোকভবনে বিধায়ক রঞ্জিত দেববর্মা


আগরতলা, ১৮ জানুয়ারি (হি.স.) : আগামী বিধানসভা অধিবেশনে জনজাতিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরার দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। রবিবার রাজভবনে গিয়ে তিনি এই স্মারকলিপি জমা দেন।

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, জনজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য তাঁদের সমস্যাগুলি বিধানসভায় আলোচনার মাধ্যমে সমাধান করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই বিভিন্ন প্রশ্ন আগামী বিধানসভা অধিবেশনে উত্থাপনের জন্য তিনি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে এই বিষয়টি বিধানসভার অধ্যক্ষকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রঞ্জিত দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় দাবি করেছেন যে, টিটিএএডিসি-কে ৬ হাজার ৬৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন আর্থিক বছরে এই অর্থ বরাদ্দ করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট তথ্য বিধানসভায় তুলে ধরা হয়নি।

এছাড়াও সম্প্রতি রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি প্রদেশ কার্যালয়ে দাবি করেন যে, জানুয়ারি মাসের মধ্যেই নাকি তিপ্রামথা দলের সব বিধায়ক ও এমডিসি বিজেপিতে যোগ দেবেন এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে রঞ্জিত দেববর্মা বলেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

তিনি আরও স্পষ্ট করেন, তিপ্রামথা দল জনজাতিদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং দল ঐক্যবদ্ধভাবেই নিজেদের রাজনৈতিক অবস্থানে অবিচল রয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande