মেচেদায় এসআইআর-এ হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল
মেচেদা, ১৮ জানুয়ারি (হি.স.): এসইউসিআই (কমিউনিস্ট)-এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হলো মেচেদা বিদ্যাসাগর হলে। আলোচনাচক্রে তমলুক ও হলদিয়া মহকুমার চারশোর বেশি মানুষ অংশগ্রহন করেন। পরে ভোটার তালিকা
মেচেদায় এসআইআর-এ হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল


মেচেদা, ১৮ জানুয়ারি (হি.স.): এসইউসিআই (কমিউনিস্ট)-এর উদ্যোগে পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হলো মেচেদা বিদ্যাসাগর হলে। আলোচনাচক্রে তমলুক ও হলদিয়া মহকুমার চারশোর বেশি মানুষ অংশগ্রহন করেন। পরে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষের হয়রানির প্রতিবাদে, মেচেদায় একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল মেচেদার ক্ষুদিরাম ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, থার্মাল মোড় হয়ে ক্ষুদিরাম ভবনের সামনেই শেষ হয়। ২২ জানুয়ারি তমলুকে বিক্ষোভ কর্মসূচি ও জেলাশাসকের দফতরে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি




 

 rajesh pande