১৬ ফেব্রুয়ারি থেকে অসম বিধানসভার তিনদিনের বাজেট অধিবেশন
গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : চলতি ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাসে অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অসম বিধানসভার তিনদিনের বাজেট অধিবেশন। এবার বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী ব্যয় অনুমোদন প্রস্তাব (ভোট অন অ
অসম বিধানসভা_প্রতিনিধিত্বমূলক ছবি


গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : চলতি ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাসে অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অসম বিধানসভার তিনদিনের বাজেট অধিবেশন।

এবার বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী ব্যয় অনুমোদন প্রস্তাব (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করা হবে। ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশন উদ্বোধন করবেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যষ রাজ্যপালের ভাষণের পরই অসম বিধানসভায় অন্তর্বর্তী ব্যয় অনুমোদন প্রস্তাব পেশ করা হবে। অর্থমন্ত্রী অজন্তা নেওগ বিধানসভায় এই প্রস্তাব পেশ করবেন।

এ প্রসঙ্গে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি বলেন, চলতি বছরে অনুষ্ঠেয় বাজেট অধিবেশন খুব অল্প দিনের জন্য আয়োজন করা হবে। যেহেতু বাজেটের পরিবর্তে অন্তর্বর্তী ব্যয় অনুমোদন প্রস্তাব পেশ করা হবে, তাই বাজেট পেশের পর যে বাজেট বিতর্ক অনুষ্ঠিত হয়, তা বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande