এডিআরই-উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের বিশেষ সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন (এডিআরই)-এ উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার রাতে ফেসবুক লাইভে এ বিষয়ে মুখ্যমন্ত্রী জা
ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন (এডিআরই)-এ উত্তীর্ণ বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বিশেষ সহায়তা ব্যবস্থার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার রাতে ফেসবুক লাইভে এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, যে সকল বিশেষভাবে সক্ষম প্রার্থী এডিআরই-র লিখিত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মেডিক্যাল পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো প্রক্রিয়াগত বাধা দূর করা, যাতে কোনও যোগ্য প্রার্থী শুধুমাত্র কারিগরি বা চিকিৎসা মূল্যায়নজনিত সীমাবদ্ধতার কারণে চাকরি থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা।

মুখ্যমন্ত্রী ড. শর্মা জোর দিয়ে বলেন, রাজ্য সরকার অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং সমাজের সব স্তরের মানুষের জন্য, বিশেষ করে বিশেষভাবে সক্ষমদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, যোগ্য বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে এবং বিদ্যমান ব্যবস্থার সীমাবদ্ধতার দরুন কোনও যোগ্য ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, দ্বিতীয় মেডিক্যাল পরীক্ষার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শীঘ্রই সংশ্লিষ্ট দফতরগুলির পক্ষ থেকে জারি করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande