
গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : ‘তোমাদের আমরা খুঁজে বের করব’, ভারতে অনুপ্রবেশ করার পর ১৪ জন অবৈধ বাংলাদেশিকে পুশব্যাকের পর বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ রবিবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, একটি সমন্বিত নিরাপত্তা অভিযানের মাধ্যমে রাজ্যে ১৪ জন বিদেশি নাগরিককে আটক করে পুশব্যাক করা হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই পোস্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী ড. শর্মা সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ নজরদারিতে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেছেন। তিনি জানান, ভোরবেলায় এই অভিযান চালানো হয়। অভিযানে এমন মানুষজনকে আটক করা হয়েছে, অভিযোগ অনুযায়ী তারা অবৈধভাবে ভারত ভূখণ্ডের অসমে প্রবেশ করেছিল।
ড. শর্মা লিখেছেন, ‘তোমরা প্রকাশ্যেই লুকিয়ে থাকতে পার, কিন্তু আমরা তোমাদের খুঁজে বের করব এবং ভারত থেকে বিতাড়িত করব।’ তিনি জানান, আটকদেদের মধ্যে যেমন নতুন অনুপ্রবেশকারী রয়েছে, তেমনই রয়েছে কুখ্যাত দুষ্কৃতী।
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে রাজ্য সরকারের শূন্য-সহনশীল নীতির কথা পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, অসমের সামগ্রিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, রাজ্যের জনবিন্যাসে ভারসাম্য, সামাজিক স্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকার একটি নিরাপদ অসমের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস