হাফলঙে অনুষ্ঠিত অঙ্কন, দেশাত্মবোধক গান ও নৃত্য এবং নেতাজি বোস কাপ বাস্কেটবল প্রতিযোগিতা
হাফলং (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯-তম জন্মজয়ন্তীর প্রাক্কালে কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি ডিমা হাসাও জেলার অন্তৰ্গত হাফলঙে আজ রবিবার অঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং নেতাজি বোস কাপ
হাফলঙে চিত্রাঙ্কন প্রতিযোগিতা


হাফলং (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯-তম জন্মজয়ন্তীর প্রাক্কালে কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি ডিমা হাসাও জেলার অন্তৰ্গত হাফলঙে আজ রবিবার অঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং নেতাজি বোস কাপ বাস্কেটবল প্রতিযোগিতার আয়োজন করেছে।

হাফলং ডন বসকো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আজ সকাল ৯:০০টা থেকে শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা। তার পর একে একে অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সংগীত, নৃত্য প্রতিযোগিতা। তাছাড়া ডন বসকো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত হয় নেতাজি বোস কাপ বাস্কেট বল প্রতিযোগিতা। এতে ডিমা হাসাও জেলার ছয়টি বাস্কেট বল ধেলোয়াড়ের দল অংশগ্রহণ করেছে।

এদিকে, আগামী ২৩ জানুয়ারি হাফলঙে কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২৯-তম নেতাজী জন্মজয়ন্তী উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ২৩ জানুয়ারি সকাল দশটায় হাফলং সাংস্কৃতিক ভবন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে নেতাজি মূর্তি পাদদেশে এসে শেষ হবে। বেলা ১২টায় হাফলং শহরের প্রাণকেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করা হবে। ১২টা ১২ মিনিটে আইএনএ-র ব্যাঘ্রখচিত পতাকা উত্তোলন করা হবে। তার পর হাফলং সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ও আদর্শ নিয়ে এক আলোচনা সভা।

এদিন সন্ধ্যায় হাফলং সাংস্কৃতিক ভবনে অনুষ্ঠিত হবে স্থানীয় শিল্পীদের নিয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ওইদিন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ আয়োজিত অঙ্কন, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নেতাজি বোস কাপ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande