

অসমের নানাবিধ উন্নয়ন প্রকল্পের লাগাতার বিরুদ্ধাচরণকারী কংগ্রেসকে ধুয়েছেন হিমন্তবিশ্ব শর্মা
কলিয়াবর (অসম), ১৮ জানুয়ারি (হি.স.) : অসমের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের লাগাতার বিরুদ্ধাচরণকারী কংগ্রেসকে আজ ধুয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে ৬,৯৫০ কোটির বেশি টাকা ব্যয়ে প্রস্তাবিত নির্মীয়মাণ কাজিরঙা এলিভেটেড করিডর প্রকল্পের শিলান্যাস এবং দুটি নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ ট্রেনের শুভ সূচনা উপলক্ষ্যে আয়োজিত বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে উদাত্ত ভাষণে কংগ্ৰেসকে তুলোধোনা করেছেন মুখ্যমন্ত্রী।
অসমকে বদলে যাওয়া এক রাজ্য হিসেবে তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন, সাংস্কৃতিক পুনর্জাগরণ ও সুদৃঢ় শাসনব্যবস্থা মজবুত হয়েছে। দৃঢ়তার সঙ্গে হিমন্তবিশ্ব জানান, ২০২৬ সালে বিজেপি আবারও অসমে ক্ষমতায় ফিরবে। এই পরিবর্তনের কৃতিত্ব তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকে দিয়ে বলেছেন, মোদীজি তাঁর দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।
ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একসময় ব্রহ্মপুত্রের ওপর একাধিক সেতু, প্রস্তাবিত ব্রহ্মপুত্রের জলের নীচে সুড়ঙ্গ, কাজিরঙা এলিভেটেড করিডরের মতো প্রকল্পকে অসম্ভব বলে মনে করা হতো, আজ সেগুলোই অসমের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমি নিজেও একসময় বিশ্বাস করতাম না, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হবে বলে। আজ সেগুলো বাস্তব হচ্ছে। অসমের ক্রমবর্ধমান সাংস্কৃতিক আত্মবিশ্বাসের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী গতকালের মেগা বাগুরুম্বা নৃত্যানুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরেছেন। চ. শর্মা বলেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদে আজ অসম নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এটাই বদলে যাওয়া অসম।
প্রায় সাত হাজার কোটি টাকার কাজিরঙা এলিভেটেড করিডর প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রকল্পটি সম্পূর্ণ হলে পরিবেশগতভাবে সংবেদনশীল এই অঞ্চলে যাতায়াতের সময় প্রায় এক ঘণ্টা কমে যাবে, পাশাপাশি বন্যপ্রাণী সুরক্ষা আরও জোরদার হবে।
তিনি বলেন, আজ কাজিরঙায় কেউ গণ্ডার হত্যার সাহস পায় না। এটাই নতুন অসমে আইনের শাসনের প্রমাণ। কাজিরঙা করিডর প্রকল্পের বিরোধিতা করার জন্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস অসমের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।
প্রসঙ্গক্রমে তিনি বলেন, কোনও অসমবাসী কখনও পাকিস্তানি এজেন্ট বা অপরিচিত (অবৈধ বাংলাদেশি) শক্তির সামনে মাথা নত করবে না। এটাই নতুন অসম, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর অসম।
বিজেপির নির্বাচনী আত্মবিশ্বাস পুনর্ব্যক্ত করে হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেন, ২০২৬ সালে অসমে বিজেপি সরকার গঠন করবে। সেই জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি ‘উপহার’ হবে। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মাত্র দু-দিনের মধ্যেই অসম তিনটি নতুন ট্রেন পেয়েছে, যা রেল যোগাযোগকে আরও মজবুত করেছে।
মুখ্যমন্ত্রী বলেন, আজ অসমে যে উন্নয়নের গতি দেখা যাচ্ছে, তা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস