বুলডোজারে ভাঙল ১০০টি বাড়ি, জাতীয় সড়ক অবরোধ বিধায়ক-সহ বিক্ষুব্ধ পরিবারগুলির
বিজাপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার নিউ বাসস্ট্যান্ড সংলগ্ন চট্টনপাড়া এলাকায় প্রশাসনের বুলডোজার অভিযানে ১০০টি বাড়ি ভেঙে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার উচ্ছেদ হওয়া পরিবারগুলির সঙ্গে জাতীয় সড়ক অবরোধে বসেন বি
ভাঙল ১০০ টি বাড়ি, জাতীয় সড়ক অবরোধে বিধায়ক-সহ বিক্ষুব্ধ পরিবার


বিজাপুর, ১৮ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলার নিউ বাসস্ট্যান্ড সংলগ্ন চট্টনপাড়া এলাকায় প্রশাসনের বুলডোজার অভিযানে ১০০টি বাড়ি ভেঙে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রবিবার উচ্ছেদ হওয়া পরিবারগুলির সঙ্গে জাতীয় সড়ক অবরোধে বসেন বিজাপুরের কংগ্রেস বিধায়ক বিক্রম মান্ডভি।

প্রশাসন ১৬ ও ১৭ জানুয়ারি দু’দিন ধরে অবৈধ দখলদারি উচ্ছেদের নামে এই অভিযান চালায়। গৃহহীন পরিবারগুলি রায়পুর–হায়দরাবাদ জাতীয় সড়ক (এনএইচ-৬৩) অবরোধ করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুরসভার মুখ্য আধিকারিক । বিধায়ক ও প্রশাসনের মধ্যে আলোচনা হয় পুনর্বাসন ও বিকল্প বাসস্থানের বিষয়ে। আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

উচ্ছেদ হওয়া পরিবারগুলির অভিযোগ, তারা নকশালদের দৌরাত্ম্যে ঘরছাড়া হয়ে এখানে আশ্রয় নিয়েছিল। এখন আবার আশ্রয়হীন হয়ে পড়েছে। বর্তমানে বহু পরিবার তাঁবুতে থাকছে, তীব্র শীতে নারী, শিশু ও বৃদ্ধরা খোলা প্রায় আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, উচ্ছেদ হওয়া পরিবারের মধ্যে ডিআরজি জওয়ানদের ৮-১০টি পরিবারও রয়েছে।

বিধায়ক বিক্রম মাণ্ডাভি দাবি করেছেন, উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে বর্তমান অবস্থানেই জমি ও ঘর দিতে হবে এবং ভবিষ্যতে এমন অভিযান না চালানোর লিখিত আশ্বাস দিতে হবে। দাবি না মানা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগ তুলে বলেন, প্রভাবশালীদের দখলদারিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ দরিদ্র ও নকশালদের দ্বারা ক্ষতিগ্রস্তদের উপর বুলডোজার চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande