হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হুলা পার্টির সদস্যের, শোক ঝাড়গ্রামে
ঝাড়গ্রাম, ১৮ জানুয়ারি (হি.স.) : হাতির দলকে তাড়ানোর সময় হাতির আক্রমণে মৃত্যু হল এক হুলা পার্টির সদস্যের। শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বারডাঙ্গা বিটের নিশিন্তা জঙ্গল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। রবিবার বনদফতর সূত্রে জানা গিয়েছে,
হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হুলা পার্টির সদস্যের, শোক ঝাড়গ্রামে


ঝাড়গ্রাম, ১৮ জানুয়ারি (হি.স.) : হাতির দলকে তাড়ানোর সময় হাতির আক্রমণে মৃত্যু হল এক হুলা পার্টির সদস্যের। শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বারডাঙ্গা বিটের নিশিন্তা জঙ্গল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

রবিবার বনদফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অজিত মাহাত (৪০)। তাঁর বাড়ি বালিভাসা এলাকায়। তিনি শঙ্করবনীর হুলা টিমের সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরেই হাতি তাড়ানোর কাজে যুক্ত ছিলেন।

জানা যায়, শনিবার সন্ধ্যায় নিশিন্তার জঙ্গলে অবস্থানরত ২০–২৫টি হাতির একটি দলকে নয়াগ্রামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় অজিত মাহাত একটি হাতির সামনে পড়ে যান। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে তুলে আছাড় মারলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য হুলা পার্টির সদস্যরা দ্রুত হাতিগুলিকে তাড়িয়ে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অজিতকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর হাতির দলটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। একটি দল নিশিন্তা এলাকায় এবং অন্য পাঁচটি হাতি বালিভাসা বিটের গোলবান্ধির জঙ্গলে অবস্থান করছে বলে বনদফতর জানিয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ালেও বনকর্মীরা গ্রামবাসীদের সতর্ক করছেন এবং হাতিদের উপর নজরদারি চালানো হচ্ছে।

খড়গপুর ডিভিশনের ডিএফও মণীশ যাদব বলেন, “হাতি তাড়ানোর সময় হাতির আক্রমণে এক হুলা পার্টির সদস্যের মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।”

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande