গুজরাট সফরে এসে বিজেপির শাসনকে ‘ভয়ের রাজনীতি’ বলে নিশানা কেজরিওয়ালের
আহমেদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.) : তিন দিনের গুজরাট সফরে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র নিশানা করলেন আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার রাতে আহমেদাবাদে পৌঁছেই তিনি বলেন, গুজরাটে এখন শাসন নয়, চলছে ভয়ের রাজনীতি। ক
তিন দিনের গুজরাট সফরে কেজরিওয়াল, বিজেপির শাসনকে ‘ভয়ের রাজনীতি’ বলে আক্রমণ


আহমেদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.) : তিন দিনের গুজরাট সফরে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র নিশানা করলেন আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার রাতে আহমেদাবাদে পৌঁছেই তিনি বলেন, গুজরাটে এখন শাসন নয়, চলছে ভয়ের রাজনীতি।

কেজরিওয়ালের অভিযোগ, ৩০ বছরের বিজেপি শাসনে রাজ্য পিছিয়ে পড়েছে, দুর্নীতি বেড়েছে, কিন্তু ভয়ের কারণে কেউ প্রতিবাদ করতে পারছে না। তাঁর দাবি, মানুষ এখনও পরিবর্তনের খোঁজে এবং সেই বিকল্প হিসেবে এএপি-র দিকে তাকিয়ে রয়েছে।

এই সফরে রাজ্যের সাতটি জোনে বুথ কর্মী সম্মেলনে অংশ নেবেন কেজরিওয়াল। রবিবার আহমেদাবাদের নির্ধারিত অনুষ্ঠানস্থল শেষ মুহূর্তে বাতিল হওয়ায় সম্মেলন স্থানান্তর করা হয়েছে। এএপি-র অভিযোগ, প্রশাসনিক চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ১৯ জানুয়ারি ভদোদরায় পূর্ব জোনের বুথ কর্মীদের সম্মেলনে যোগ দেবেন কেজরিওয়াল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande