(আপডেট) মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে রেল ও সড়ক পরিবহন
মুর্শিদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.): প্রায় ৪৮ ঘণ্টা অশান্তির পর রবিবারের দুপুরে কিছুটা ছন্দে ফিরল মুর্শিদাবাদের বিস্তীর্ণ জনপদ। রবিবার দুপুরেও বেলডাঙা এলাকায় রুট মার্চ করতে দেখা গিয়েছে পুলিশকে। নতুন করে অশান্তির খবর মেলেনি। স্বাভাবিক হল ট্রেন চলাচল।
(আপডেট) মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে রেল ও সড়ক পরিবহন


মুর্শিদাবাদ, ১৮ জানুয়ারি (হি.স.): প্রায় ৪৮ ঘণ্টা অশান্তির পর রবিবারের দুপুরে কিছুটা ছন্দে ফিরল মুর্শিদাবাদের বিস্তীর্ণ জনপদ। রবিবার দুপুরেও বেলডাঙা এলাকায় রুট মার্চ করতে দেখা গিয়েছে পুলিশকে। নতুন করে অশান্তির খবর মেলেনি। স্বাভাবিক হল ট্রেন চলাচল। দুপুর থেকে বাসও ঠিক ভাবে চলছে। বেলডাঙার পাশাপাশি রেজিনগরের বাজারগুলিতে দোকানপাট খুলতে শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এবং নতুন করে যাতে গোলমাল না-হয়, সেই জন্য মোড়ে মোড়ে পুলিশি টহলদারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড়ুয়া মোড়, ছাপাখানা মোড়, পাঁচরাহা মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে দফায় দফায় রুট মার্চ করছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ নিজে এলাকা পরিদর্শন করেছেন। কোথাও কোনও জমায়েত দেখলেই তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে। অন্য দিকে, গত দু’দিন ধরে রেল পরিষেবা বিপর্যস্ত ছিল। রবিবার তাও স্বাভাবিক হয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, শিয়ালদহ-লালগোলা শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন নির্দিষ্ট সময়ে চলছে। একই ছবি ১২ নম্বর জাতীয় সড়কেও। সেখানে এখন কোনও অবরোধ নেই, বিক্ষোভ নেই। যান চলাচল স্বাভাবিক। মানুষজন বাজারে বেরোচ্ছেন। বড়ুয়া মোড় থেকে বহরমপুরগামী অটো এবং ট্রেকার চলাচল শুরু হওয়ায় স্বস্তিতে নিত্যযাত্রীরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande