ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত বাংলার দুই পরিযায়ী শ্রমিক, দেহ ফিরলো মালদার বাড়িতে
মালদা, ১৮ জানুয়ারি (হি.স.): উপার্জনের জন্য ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন দুই পরিযায়ী শ্রমিক। সেখানেই বৃহস্পতিবার রাতে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারান মালদার ওই দু''জন। মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আসলাম শেখ ও রেকাবাত শেখ। রবিবার মৃতদেহ মালদার
ভিন রাজ্যে দুর্ঘটনায় মৃত বাংলার দুই পরিযায়ী শ্রমিক, দেহ ফিরলো মালদার বাড়িতে


মালদা, ১৮ জানুয়ারি (হি.স.): উপার্জনের জন্য ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন দুই পরিযায়ী শ্রমিক। সেখানেই বৃহস্পতিবার রাতে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারান মালদার ওই দু'জন। মৃত দুই পরিযায়ী শ্রমিকের নাম আসলাম শেখ ও রেকাবাত শেখ। রবিবার মৃতদেহ মালদার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারে আর্থিক সঙ্গতি ছিল না। তার উপর কাঁধে চেপেছিল ঋণের বোঝা। সেজন্য অতিরিক্ত আয়ের জন্য গত পাঁচমাস আগে কর্ণাটকে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন ১৮ বছর বয়সের আসলাম শেখ। একই কারণে দেড় মাস আগে ওই রাজ্যেই পাড়ি দিয়েছিলেন বছর ৬০ এর রেকাবাত শেখ। কিন্তু বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ যায় দু'জনের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই রাতে কাজ সেরে একটি পিকআপ ভ্যানে চড়ে অন্যান্যদের সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই দু'জন সহ মালদার মোট পাঁচ জন পরিযায়ী শ্রমিক। ওই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। লরি ও পিকআপ ভ্যান এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসলাম শেখ ও রেকাবাত শেখের। ওই পিকআপ ভ্যানে থাকা মালদার অন্য তিন শ্রমিকও গুরুতর জখম হয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande