ঘন কুয়াশায় বরেলিতে পরপর ২০টি গাড়ির সংঘর্ষ, আহত ২৪
বরেলি, ১৮ জানুয়ারি (হি.স.) : ঘন কুয়াশার জেরে রবিবার সকালে উত্তর প্রদেশের বরেলি জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর এলাকায় চিনিকলের কাছে একের পর এক প্রায় ২০টি যানবাহন পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহ
ঘন কুয়াশায় বেরেলিতে পরপর ২০টি গাড়ির সংঘর্ষ, আহত ২৪


বরেলি, ১৮ জানুয়ারি (হি.স.) : ঘন কুয়াশার জেরে রবিবার সকালে উত্তর প্রদেশের বরেলি জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর এলাকায় চিনিকলের কাছে একের পর এক প্রায় ২০টি যানবাহন পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৮টার সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা খুব কম ছিল। সেই সময় একটি ট্রাককে বাস পিছন থেকে ধাক্কা মারে। এরপর বাসের পিছনে আসা যানবাহনগুলি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা খায়।

ঘটনায় তিনটি বাস, একটি ট্রাক, একটি ডিসিএম এবং একাধিক অন্যান্য গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ডিসিএম রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে আটকে যায়। গোরক্ষপুর থেকে মিরাটগামী একটি বাসের চালক আতর সিং গাড়ির ভেতরে আটকে পড়েন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বরেলি ডিপোর একটি বাসে যাত্রীদের মধ্যে একটি পরিবারের শিশু সহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে দেয়।

ফরিদপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, অধিকাংশ আহতের আঘাত সামান্য। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande