
মাদ্রিদ, ১৯ জানুয়ারি (হি.স.): দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩৯। সোমবার সকালে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট জানিয়েছেন, জখম ১০০ যাত্রীর মধ্যে এখনও পর্যন্ত ৭৫ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্পেনের রেড ক্রস দুর্ঘটনাস্থল আদম্যুজ এলাকায় হেল্প সেন্টার চালু করেছে। দুর্ঘটনা কবলিত ইরিও রেল অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁদের ট্রেনটি রবিবার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদ যাচ্ছিল। মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ ট্রেন হঠাৎই লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। উল্টো দিক থেকে মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় ‘রেনফে’ সংস্থার একটি ট্রেন আসছিল। দু'টি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ছিটকে পড়ে একের পর এক বগি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ