জানকী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নেপালের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন শাহ
কাঠমাণ্ডু, ১৯ জানুয়ারি (হি. স.): রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি -র তরফে নেপালের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বালেন্দ্র শাহ (বলেন) সোমবার সকালে জানকী মন্দিরে বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেন। ​দলের তরফে সোমবার জনকপুরধামে
জানকী মন্দিরে বলেন শাহ


কাঠমাণ্ডু, ১৯ জানুয়ারি (হি. স.): রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি -র তরফে নেপালের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বালেন্দ্র শাহ (বলেন) সোমবার সকালে জানকী মন্দিরে বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেন।

​দলের তরফে সোমবার জনকপুরধামে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেই কর্মসূচিতে যোগ দিতে রবিবার সন্ধ্যায় জনকপুর পৌঁছে গিয়েছিলেন বলেন শাহ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সকাল ৭টা নাগাদ তিনি ঐতিহাসিক জানকী মন্দিরে পৌঁছান। সেখানে তিনি পুজো দেন এবং প্রাতঃকালীন আরতি দর্শন করেন। সেই সময় রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির হাজার হাজার নেতা ও কর্মী সেখানে উপস্থিত ছিলেন। পূজা-পাঠ শেষে তিনি মন্দিরের মহন্ত রামতপেশ্বর দাস বৈষ্ণব এবং উত্তরাধিকারী মহন্ত রামরোশন দাসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

​এরপর বলেন শাহ মদেশ আন্দোলনের স্মৃতিতে পালিত ‘বলিদানি দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে সিরাহা জেলার লহানের উদ্দেশ্যে রওনা হন। লহানে মদেশ আন্দোলনের প্রথম শহিদ রমেশ মাহাতোর মূর্তিতে মাল্যদান করার কর্মসূচি রয়েছে তাঁর। লহান থেকে জনকপুরে ফেরার পর, আজ দুপুর ১টা নাগাদ জনকপুরধামের তিরহুতিয়া গাছি এলাকায় দলের এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী বলেন শাহ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande