
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বার্তায় মুখ্যমন্ত্রী সোমবার লিখেছেন, কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, কবি ও আবৃত্তিশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান 'বঙ্গবিভূষণ'-এ ভূষিত করতে পেরে আমরা গর্বিত। তাঁর জীবনের শেষ সময়টাতে তাঁর সঙ্গে আমার একটা নৈকট্যের সম্পর্ক তৈরি হয়েছিল।
উল্লেখ্য, তিনি একাধারে ছিলেন কবি ও অনুবাদক। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি, তবে আবৃত্তিশিল্পী হিসেবেও তাঁর নাম অত্যন্ত সম্ভ্রমের সঙ্গেই উচ্চারিত হয়। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার মধ্যে ১৪টিতেই অভিনয় করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত