
কাজিরাঙা (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : কাজিরাঙা জাতীয় উদ্যানে উদ্ধার হয়েছে একটি পূর্ণ বয়স্ক মাদি (মহিলা) রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ।
আজ সোমবার কাজিরাঙা জাতীয় উদ্যান কৰ্তৃপক্ষ সূত্ৰে জানা গেছে, বাগরি বনাঞ্চলের কাঠপাড়া এলাকায় উদ্ধার হয়েছে বাঘিনীর মৃতদেহটি। বন কর্তৃপক্ষের ধারণা, পারস্পরিক লড়াইয়ের ফলেই বাঘিনীর মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে বাঘিনীটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বিভাগীয় বিধি আনুযায়ী শুরু হয়েছে মৃত বাঘিনীর দাহ প্রক্রিয়া।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস