এসআইআর শুনানিকেন্দ্র পরিদর্শন মেখলিগঞ্জের বিধায়কের
কোচবিহার, ১৯ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি সংশোধনের নামে সাধারণ মানুষের হয়রানি রুখতে উদ্যোগ মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর। সোমবার চ্যাংরাবান্ধায় অবস্থিত মেখলিগঞ্জ বিডিও অফিসে এসআইআর শুনানি পরিদর্শন করেন তিনি। এদিন ব্লক
এসআইআর শুনানিকেন্দ্র পরিদর্শন মেখলিগঞ্জের বিধায়কের


কোচবিহার, ১৯ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি সংশোধনের নামে সাধারণ মানুষের হয়রানি রুখতে উদ্যোগ মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর। সোমবার চ্যাংরাবান্ধায় অবস্থিত মেখলিগঞ্জ বিডিও অফিসে এসআইআর শুনানি পরিদর্শন করেন তিনি।

এদিন ব্লক অফিস ঘুরে শুনানিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিধায়ক। অনেকেই অভিযোগ করেন, বাবার সঙ্গে সন্তানের বয়সের সামান্য পার্থক্যের মতো তুচ্ছ কারণে ছোট ছোট নাতি-নাতনিদের নিয়ে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরিদর্শন শেষে ক্ষোভ উগরে দেন বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী| তিনি বলেন, অহেতুক ত্রুটির দোহাই দিয়ে দূর-দূরান্তের মানুষকে সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখা হচ্ছে। বিশেষ করে মায়েরা ছোট শিশুদের নিয়ে চরম হেনস্থার শিকার হচ্ছেন। তিনি দাবি করেন, এই সামান্য ভুলগুলো বিএলও স্তরেই ঠিক করা সম্ভব ছিল। এই হয়রানির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পুনরায় বড়সড় আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande