ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ফ্রেজারগঞ্জ উপকূলে বাংলাদেশি ট্রলার আটক, ২৪ মৎস্যজীবী
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জানুয়ারি (হি. স.): সোমবার ভারতের জলসীমা অতিক্রম করে ঢুকে পড়া একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ উপকূলের কাছ থেকে ওই ট্রলারটি উদ্ধার করা হয়েছে এবং সেটিতে থাকা মোট ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আ
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ, ফ্রেজারগঞ্জ উপকূলে বাংলাদেশি ট্রলার আটক, ২৪ মৎস্যজীবী


দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জানুয়ারি (হি. স.): সোমবার ভারতের জলসীমা অতিক্রম করে ঢুকে পড়া একটি বাংলাদেশি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ উপকূলের কাছ থেকে ওই ট্রলারটি উদ্ধার করা হয়েছে এবং সেটিতে থাকা মোট ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

​উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, আটক ট্রলারটির নাম ‘এফবি সাফওয়ান’। রবিবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ ঘাঁটি থেকে কোস্ট গার্ডের একটি জাহাজ আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সেই সময় ভারতীয় জলসীমার বেশ গভীরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ট্রলারটিকে। বিষয়টি নজরে আসতেই কোস্ট গার্ডের জাহাজ সেটিকে ধাওয়া করে আটক করে।

​ট্রলারে তল্লাশি চালিয়ে ২৪ জন মৎস্যজীবীকে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা সকলেই বাংলাদেশের বাসিন্দা বলে স্বীকার করেছেন। সোমবার সকালে আটক ট্রলার ও মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

​বিনা অনুমতিতে ভারতের জলসীমায় অনুপ্রবেশ এবং অবৈধভাবে মৎস্য শিকারের অভিযোগে পুলিশের তরফে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

​অন্যদিকে, আটক এক বাংলাদেশি মৎস্যজীবী দাবি করেছেন যে, সমুদ্রে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় স্রোতের টানে তাঁরা অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিলেন। তবে এই দাবির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। ইদানীংকালে জলপথে অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রসীমান্তে নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande