
মালদা, ১৯ জানুয়ারি, (হি স)। রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে নির্বাচন কমিশন এসআইআর-এর শুনানিতে নোটিস দিল।
বিজেপির বিরুদ্ধে হয়রানি এবং চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। শুরু হয়েছে তরজা। এই মুহূর্তে রাজ্য জুড়ে এসআইআর-এর শুনানি চলছে। মালদা জেলার কয়েক লক্ষ মানুষের কাছে শুনানির নোটিস গিয়েছে। হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকারও বহু মানুষের কাছে শুনানির নোটিস গিয়েছে ইতিমধ্যেই।
ওই বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী খোদ তাজমুল হোসেনের কাছেই গেল শুনানির নোটিস। হরিশ্চন্দ্রপুরের তিনবারের বিধায়ক তাজমুল। জানা গিয়েছে, তাঁর নাম ও বাবার নামের মধ্যে অসঙ্গতি থাকার কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। তাঁর দাবি তিনি যথার্থ নথি দিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হয়নি কমিশন। সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত