
রায়পুর, ১৯ জানুয়ারি (হি. স.) : প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা যোজনার অসামান্য রূপায়ণের জন্য দেশের সেরা রাজ্যের শিরোপা পেল ছত্তিশগড়। উদ্যানপালন এবং কৃষি বিভাগকে যৌথভাবে এই প্রথম পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
কর্নাটকের বেঙ্গালুরুতে ১৮-১৯ জানুয়ারি আয়োজিত ১৩তম ‘ন্যাশনাল রিভিউ কনফারেন্স’-এ এই সম্মান প্রদান করা হয়। ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে উদ্যানপালন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক নীরজ শাহা এই পুরস্কার গ্রহণ করেন।
রাজ্য সরকারের এই সাফল্যে মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন। তাঁরা জানান, এই পুরস্কার রাজ্যের কৃষকদের জন্য এক বিশাল প্রাপ্তি এবং রাজ্য সরকারের দূরদর্শী কৃষি নীতির সফল প্রতিফলন।
হিন্দুস্থান সমাচার / সোনালি