
গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : ইন্ডিয়ান ফরেন সার্ভিস, বাংলায় ভারতীয় বিদেশ পরিষেবা (আইএফএস)-র শিক্ষানবিশ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।
আজ সোমবার লোক ভবনে ২০২৫ ব্যাচের ছয়জন ভারতীয় বিদেশ পরিষেবার প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য ভারতের বৈশ্বিক স্বার্থ অগ্রসর করা এবং দেশের কূটনৈতিক পরিসরকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে ভারতীয় বিদেশ পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্রিয় ও জনকেন্দ্রিক কূটনীতির ওপর গুরুত্বারোপের প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপাল বলেন, আজকের দিনে ভারতীয় কূটনীতিকরা দেশের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
রাজ্যপাল বলেন, আইএফএস আধিকারিকরা ভারতের মূল্যবোধ ও সংস্কৃতির দূত হিসেবে কাজ করেন। তাঁদের ওপর পেশাদারিত্ব ও সংবেদনশীলতার সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব। তিনি প্রশিক্ষণরত আধিকারিকদের সংবিধানিক মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানিয়ে দেশগুলোর মধ্যে শান্তি, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া প্রসারে অবদান রাখার জন্য উৎসাহিত করেন।
দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পরিষেবায় নির্বাচিত হওয়ার জন্য রাজ্যপাল প্রশিক্ষণরত আধিকারিকদের অভিনন্দন জানিয়ে আস্থা প্রকাশ করেন, তাঁরা নিষ্ঠা ও স্বাতন্ত্র্যের সঙ্গে দেশের সেবা করে ভারতের বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে অর্থপূর্ণ অবদান রাখবেন।
মতবিনিময় কর্মসূচিতে রাজ্যপালের কমিশনার-সচিব এসএস মীনাক্ষী সুন্দরম, এএএসসি-র ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং) রাজলক্ষ্মী বর্মণ এবং লোক ভবনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস