
ঝাড়গ্রাম, ১৯ জানুয়ারি (হি. স.) : গ্রামীণ হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বেলপাহাড়ি এলাকায়। সোমবার ভোরে ঘটনাটি ঘটে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে। যদিও কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ ও পরিবারের পরিজনেরা নিখোঁজ ওই রোগীকে উদ্ধার করে পুনরায় হাসপাতালে ভর্তি করেছেন। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলপাহাড়ির সরিষাবাসা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন মাহাতো গত শনিবার পেটে ব্যথা ও ডায়েরিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর সঙ্গে দেখভালের জন্য ছিলেন ছেলে পবিত্র মাহাতো। ভর্তির পর থেকেই চিত্তরঞ্জনবাবুর চিকিৎসা ও স্যালাইন চলছিল। সোমবার ভোর তিনটে নাগাদ হঠাৎই পবিত্রবাবু দেখেন যে তাঁর বাবা বিছানায় নেই।
পবিত্র মাহাতো বলেন, টানা রাত জাগার ফলে আমি কিছুটা ঘুমিয়ে পড়েছিলাম। রাত তিনটে নাগাদ ঘুম ভাঙতেই দেখি বাবা বিছানায় নেই। অন্ধকারের মধ্যে হাসপাতালের আশেপাশে অনেক খুঁজেও তাঁকে না পেয়ে বেলপাহাড়ি থানায় খবর দিই। সম্ভবত ওষুধের ঘোরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে বেলার দিকে গ্রাম থেকে কিছুটা দূরে হদড়া এলাকায় রাস্তার ওপর তাঁকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফের হাসপাতালে নিয়ে আসেন।
একজন অসুস্থ রোগী হাসপাতালের কর্মীদের নজর এড়িয়ে কীভাবে বাইরে চলে গেলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিজনেরা। এই বিষয়ে বেলপাহাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের (বিএমএইচও) সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো