
পাথারকান্দি (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : আগামি ২১ জানুয়ারি শ্ৰীভূমি জেলাধীন আসাইঘাটে ১০৮ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর পুণ্যি স্মরণোৎসব পালন হবে।
দিনভর বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর পুণ্যা স্মরণোৎসব অনুষ্ঠিত হবে লোয়াইরপোয়া ব্লকের রাধাপ্যা রী গ্ৰাম পঞ্চায়েতের আসাইঘাট গ্রামের রামনগরে।
গুরুদেবের উৎসবকে সর্বাঙ্গসুন্দর করতে জোরদার প্রস্তুতি পর্ব চালিয়েছেন নিয়েছেন স্থানীয় রাধারমণ সংঘের পদাধিকারীরা। অনুষ্ঠানডালিতে রয়েছে ২০ জানুয়ারি মঙ্গলবার বেলা ২-টায় সংবর্ধনা অনুষ্ঠান। ৩-টায় প্রভুপাদের প্রতিকৃতি সহ শোভাযাত্রার মাধ্যমে গঙ্গা আহ্বান। ৪.৩০ মিনিটে ধামাইল নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৫.৩০ মিনিটে প্রভুপাদের শতনাম সংগীত। সন্ধ্যা ৬-টা থেকে রাত ৯-টার মধ্যে উপাসনার মাধ্যমে স্মরণ-উৎসবের শুভ অধিবাস।
পরের দিন ২১ জানুয়ারি বুধবার প্রাতঃ ৫-টায় মঙ্গলারতির মাধ্যমে উৎসবের শুভারম্ভ। সকাল ৮-টায় বাল্যভোগ। ৮.৩০ মিনিটে গীতা পাঠ। ৯-টায় গুরুপূজা। দুপুর ১২টায় মধ্যহ্নভোগ ও আরতি। বেলা ১২.৩০ মিনিটে পুষ্পাঞ্জলি। ১-টায় থেকে মহাপ্রসাদ বিতরণ। বিকাল ৩-টায় প্রভুপাদের জন্মলীলা কীর্তন। বিকাল ৫-টায় প্রভুপাদের শতনাম সংগীত। সন্ধ্যা ৬-টা থেকে ৯-টার মধ্যে উপাসনার মাধ্যমে উৎসবের সমাপ্তি।
উৎসবে সকল ভক্তকে সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজক মণ্ডলির সকল পদাধিকারী ও সদস্যরা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস