দেবশালায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে তালা ভেঙে চুরি
দুর্গাপুর, ১৯ জানুয়ারি (হি. স.) : রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে সর্বস্ব লুটে নিল দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকোড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা কেন্দ্রটি থেকে চাল, ডাল
দেবশালায় অঙ্গনওয়াড়ী কেন্দ্রে তালা ভেঙে চুরি


দুর্গাপুর, ১৯ জানুয়ারি (হি. স.) : রাতের অন্ধকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ভেঙে সর্বস্ব লুটে নিল দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই বুদবুদের দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাকোড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতীরা কেন্দ্রটি থেকে চাল, ডাল সহ রান্নার সরঞ্জাম চুরি করে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রসূতি ও শিশুরা।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেবশালার ১২৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এসে দেখেন সদর দরজার তালা ভাঙা। কেন্দ্রের ভেতরে থাকা ৩ বস্তা চাল এবং ১০ কেজি ডাল সহ যাবতীয় খাদ্যসামগ্রী উধাও। শুধু খাবারই নয়, রান্নার জন্য ব্যবহৃত হাঁড়ি, কড়াই এমনকি বঁটিও চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

​ওই কেন্দ্রের কর্মী মেহেবোবা খাতুন দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, সকালে এসে দেখি সব লুট হয়ে গিয়েছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে বাসনপত্র কিছুই অবশিষ্ট নেই। এই অবস্থায় বাচ্চা ও প্রসূতিদের জন্য রান্না কীভাবে হবে, তা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় পড়েছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

​খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই চুরির পিছনে স্থানীয় কোনো দুষ্কৃতীচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande