কর্মরত এক সাংবাদিকের বুম কেড়ে নেওয়ায় কটাক্ষ সুকান্ত মজুমদারের
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স. ): কর্মরত এক সাংবাদিকের বুম কেড়ে নিয়ে এতো উদ্ধত আচরণকারী এই ব্যক্তির কি ভূমিকা ছিল? সোমবার এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার তিনি লিখেছেন, “মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে গত শুক্রবার এবং শনি
সুকান্ত মজুমদার


কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স. ): কর্মরত এক সাংবাদিকের বুম কেড়ে নিয়ে এতো উদ্ধত আচরণকারী এই ব্যক্তির কি ভূমিকা ছিল? সোমবার এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার

তিনি লিখেছেন, “মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে গত শুক্রবার এবং শনিবার দাঙ্গা পরিস্থিতি তৈরিতে কি এই ব্যক্তি (সুরজ খান) সেদিন উস্কানি জুগিয়েছিল?

ওই এলাকায় কান পাতলেই শোনা যায়, বিভিন্ন সময় এই ধরনের মুভমেন্টে এই ব্যক্তি জড়িত থাকলেও প্রশাসনের বিশেষ কোনও মহলের নির্দেশে কিংবা কোনও অদৃশ্য জাদুবলে এই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ নাকি কোনও রকম ব্যবস্থাই নেয় না!

এই ব্যক্তিকে আবার রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় তৃণমূল বিধায়ক এমনকি মুর্শিদাবাদ জেলার ছোট থেকে বড়ো পর্যায়ের বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে একান্ত ছবিও সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে।

তাহলে প্রশ্ন উঠছে যে এই ‘সুরজ খান’ নামক ব্যক্তিটি কে? এই বিশেষ ব্যক্তির উপর জেলার পুলিশ-প্রশাসনের শীর্ষমহলের আধিকারিকদের এত বিরাট স্নেহের কারণ কি? কার অঙ্গুলিহেলনে সে আইনেরও ঊর্ধ্বে!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande