
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স. ) : কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য আবেদন করতে পারবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর৷ সোমবার এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ৷
পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, হুমায়ুনের আবেদন ২ সপ্তাহের মধ্যে বিবেচনা করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে৷ আবেদন মঞ্জুর হলে, নিরাপত্তার যাবতীয় খরচ বিধায়ককেই বহন করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ৷
এ দিন আদালতে শুনানিতে হুমায়ুনের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত সওয়াল করেন, বেলডাঙায় 'বাবরি মসজিদ' তৈরির কথা ঘোষণার পর থেকেই নানাভাবে তাঁর মক্কেল তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে হুমকি দেওয়া হচ্ছে৷ হামলার পাশাপাশি, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে তিনি মুর্শিদাবাদের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা বৃদ্ধির আবেদন জানিয়েছে চিঠি দেন ৷
হুমায়ুনের আইনজীবী অভিযোগ করেন, আজকের দিন পর্যন্ত সেই আবেদনের কোনও সদুত্তর পুলিশ সুপারের অফিস থেকে আসেনি। এমনকি নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও চিঠি দিয়েছিলেন আমার মক্কেল৷ সেখান থেকেও কোনও উত্তর না-মেলায়, কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে৷
এ দিন মামলার শুনানিতে রাজ্যের তরফে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত৷ তিনি বলেন, নিরাপত্তার বিষয়ে পুলিশ সিদ্ধান্ত নেবে৷ আদালত সেই নির্দেশ দিক ৷ পুলিশ খতিয়ে দেখে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে৷ কেন্দ্রের তরফে আইনজীবী অনির্বাণ মিত্র বলেন, নিরাপত্তা দেওয়ার এক্তিয়ার রাজ্যের৷ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত