মাধ্যমিকের আগে বেহাল রাস্তা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকরা, ক্ষোভ গোপীবল্লভপুরে
​ঝাড়গ্রাম, ১৯ জানুয়ারি (হি. স.) : নতুন রাস্তা তৈরির কাজ শুরু হলেও খুঁড়ে রাখা খানাখন্দ আর যত্রতত্র ফেলে রাখা রাবিস-পাথরে নাজেহাল দশা গোপীবল্লভপুরের। সামনেই মাধ্যমিক পরীক্ষা, অথচ রাস্তার এই বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন কূলিয়ানা অঞ্চলের রান্টুয়া ম
মাধ্যমিকের আগে বেহাল রাস্তা নিয়ে দুশ্চিন্তায় পরীক্ষার্থী ও অভিভাবকরা, ক্ষোভ গোপীবল্লভপুরে


​ঝাড়গ্রাম, ১৯ জানুয়ারি (হি. স.) : নতুন রাস্তা তৈরির কাজ শুরু হলেও খুঁড়ে রাখা খানাখন্দ আর যত্রতত্র ফেলে রাখা রাবিস-পাথরে নাজেহাল দশা গোপীবল্লভপুরের। সামনেই মাধ্যমিক পরীক্ষা, অথচ রাস্তার এই বেহাল দশায় চরম সমস্যায় পড়েছেন কূলিয়ানা অঞ্চলের রান্টুয়া মোড় থেকে কলশোল ভায়া তালগ্রাম এলাকার পড়ুয়া ও সাধারণ মানুষ। দ্রুত রাস্তাটি চলাচলের যোগ্য করে না তোলা হলে পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের কর্মকর্তাদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

​প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 'ডাব্লুডিএসআরডিএ' প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই ৬ কিলোমিটার রাস্তাটি তৈরির কাজ করছে। বর্তমানে রাস্তা খোঁড়া এবং ডাস্ট ও পাথর ফেলে রাখার ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এলাকাটি। রান্টুয়া মোড় থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই রয়েছে জোড়াকুসুম ইন্ট্রিগ্রেটেড গভমেন্ট ইংরেজি মাধ্যম হাইস্কুল। প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১৮০ জন পড়ুয়া থাকা এই স্কুলটি এবার মাধ্যমিক পরীক্ষার মূল ভেনু বা কেন্দ্র। বলদি হাইস্কুল, মালিঞ্চা হাইস্কুল, নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ এবং নয়াবসান বালিকা বিদ্যালয়ের মোট ৩২৬ জন পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসবে।

​বর্তমানে বিদ্যালয়ের সামনের রাস্তাটি অত্যন্ত এবড়োখেবড়ো ও ধুলোয় ভরা হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকছে। বিদ্যালয়ের অতিথি শিক্ষক উদিত দাস বলেন, রাস্তার কাজ চলায় স্কুলের পড়ুয়া ও সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। সামনেই চারটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার সেন্টার এখানে। তার আগে রাস্তাটি অন্তত চলাচলের যোগ্য করে তোলার দাবি জানাচ্ছি।

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তাদির আজাদ জানান, আমাদের স্কুলটি এবার মাধ্যমিকের মূল ভেনু, সাতটি স্কুল আমাদের অধীনে রয়েছে। রাস্তার যা অবস্থা তাতে পরীক্ষার্থীদের আসা-যাওয়া নিয়ে আমরা চিন্তিত। পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হয়েছে।

​অন্যদিকে, গোপীবল্লভপুর দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ টিঙ্কু পাল আশা প্রকাশ করেছেন যে, পরীক্ষার আগেই রাস্তাটি সংস্কার করা হবে। ডাব্লুডিএসআরডিএ-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সানুপ মণ্ডল জানান, রাস্তার কাজ আগামী মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তার আগেই রাস্তাটি চলাচলের যোগ্য করে দেওয়া হবে এবং পরীক্ষার দিনগুলিতে কাজ বন্ধ রাখা হবে যাতে কোনো সমস্যা না হয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande