গুয়াহাটির সিপি, এসটিএফ-এর আইজি ড. পার্থসারথি মহন্তকে সাম্মানিক ডি.লিট অসম বিশ্ববিদ্যালয়ের
শিলচর (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : ভারতের প্রথম কর্মরত আইপিএস অফিসার মৰ্যাদাপূৰ্ণ ডি.লিট ডিগ্রি অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন গুয়াহাটির পুলিশ কমিশনার (সিপি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. পার্থসারথি মহন্ত। আজ
ড. পার্থসারথি মহন্তের হাতে সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করেছেন স্বামী আত্মপ্রিয়ানন্দজি


শিলচর (অসম), ১৯ জানুয়ারি (হি.স.) : ভারতের প্রথম কর্মরত আইপিএস অফিসার মৰ্যাদাপূৰ্ণ ডি.লিট ডিগ্রি অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন গুয়াহাটির পুলিশ কমিশনার (সিপি) এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. পার্থসারথি মহন্ত।

আজ সোমবার (১৯ জানিয়ারি) শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ের ত্রয়োবিংশ সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে ২১ জানিয়ারি পৰ্যন্ত। সমাবর্তন অনুষ্ঠানের প্রথমদিন আইপিএস ড. পার্থসারথি মহন্তের হাতে মর্যাদাপূর্ণ সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করেছেন বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এর প্রো-চ্যান্সেলর স্বামী আত্মপ্রিয়ানন্দজি। ত্রয়োবিংশ সমাবর্তনে বিভিন্ন বিষয়ে ১৩,৬৩৩ জন ছাত্রছাত্রী ও গবেষককে ডিগ্রি প্ৰদান করা হবে।

আজকের অনুষ্ঠানে অন্য বহু বিশিষ্টজনের সঙ্গে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, ভাইস-চ্যান্সেলর রাজীব মোহন পন্ত।

সমাবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. পার্থসারথি মহন্ত এই সম্মানপ্রাপ্তিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই প্রাপ্তি তাঁর সমাজসেবার স্বীকৃতি।

শিক্ষার প্রকৃত অর্থ সম্পর্কে বলতে করতে গিয়ে তিনি বলেন, ‘শিক্ষা কেবল ডিগ্রি বা সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাতিষ্ঠানিক ডিগ্রি দিয়ে শিক্ষা নির্ধারিত হয় না। মূল্যবোধ ছাড়া শিক্ষার কোনও বাস্তব অর্থ নেই। প্রকৃত শিক্ষা হতে হবে নৈতিকতা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে, যা মানুষকে দায়িত্বশীল নাগরিক ও সমাজসেবায় ব্রতী করে তুলে।’

কৃতজ্ঞতা প্রকাশ করে পাৰ্থসারথি মহন্ত বলেন, ‘অসম বিশ্ববিদ্যালয় আমাকে যে সম্মান প্রদান করেছে, তা আমি আন্তরিকতার সঙ্গে সম্পূ্র্ণ হৃদয় দিয়ে গ্রহণ করছি। স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করা বিশেষ অর্থবহ। আমি সামাজিক কাজে যুক্ত। তবে সমাজসেবা শুধুমাত্র পূর্ণকালীন সমাজকর্মীদের দায়িত্ব নয়। আমরা যদি নিজেদের কাজ সততার সঙ্গে করি, সেটাই হবে সমাজের প্রতি বড় সেবা। আর, একজন পুলিশ অফিসারের ক্ষেত্রে এই দায়িত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ।’

আইজিপি ড. মহন্ত আরও বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কখনও ব্যক্তিগত সাফল্যের অর্জন নয়। যখন কোনও পুলিশ অফিসার তাঁর বিভাগ, সরকার বা কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরস্কার বা সম্মান পান, তা একা সংশ্লিষ্ট আধিকারিকের নয়, সম্মিলিতভাবে গোটা দলের।’ তিনি বলেন, ‘কোনও পুলিশকর্মীই সুপারম্যান নন। আমরা একা আমাদের কাজ করতে পারি না, সব সময় দলের সমর্থন ও যোগদান প্রয়োজন।’

প্রসঙ্গত, পার্থসারথি মহন্তের জন্ম আপার আসামের শিবসাগর শহরে। তিনি গুয়াহাটির পুলিশ কমিশনারের পাশাপাশি আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স-এর ইন্সপেক্টর জেনারেল হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর লেখা বেশ কয়েকটি বই ইতিমধ্যে পাঠক-সমাজে সমাদর লাভ করেছে।

কর্মজীবনে তিনি বহু অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনতার মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য জাতীয়স্তরে স্বীকৃতি অর্জন করেছেন। গত বছর ২০২৫ সালের ১৪ আগস্ট পুলিশ সার্ভিসে বিশেষ বিশিষ্ট রেকর্ডের জন্য রাষ্ট্রপতি পদক (পিএসএম) প্রদান করা হয়েছে ড. পার্থসারথি মহন্তকে।

প্রসঙ্গত, অসম বিশ্ববিদ্যালয়ের ত্রয়োবিংশ সমাবর্তন অনুষ্ঠানে পার্থসারথি মহন্তের পাশাপাশি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রকেও সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande