কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ডেপুটেশনে সামিল এআইডিএসও
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর আড়ালে অবৈজ্ঞানিক ও অপবৈজ্ঞানিক চিন্তার প্রসারের অভিযোগ তুলে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভে শামিল হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন । সোমবার বিশ্ব
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান


কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর আড়ালে অবৈজ্ঞানিক ও অপবৈজ্ঞানিক চিন্তার প্রসারের অভিযোগ তুলে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভে শামিল হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন । সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে একটি মিছিল করার পর সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

​সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে জানান, অতি সম্প্রতি রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারের উদ্যোগে ছয় দিনের একটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। অভিযোগ, এই কর্মসূচিতে ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম’-এর নামে কুসংস্কার ও অপবিজ্ঞানের চর্চা করা হচ্ছে। বিশ্বজিৎ বাবুর বক্তব্য, বিজ্ঞানচর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

​তিনি আরও বলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, সত্যেন বসু ও মেঘনাদ সাহার মতো কালজয়ী বিজ্ঞানীদের স্মৃতিবিজড়িত এই ক্যাম্পাসে যুক্তিবাদ-বিরোধী চিন্তার অনুপ্রবেশ বাংলার নবজাগরণের পরম্পরার পরিপন্থী। আন্দোলনকারীদের দাবি, উপাচার্য প্রথমে বিষয়টি জানেন না বলে জানালেও পরে তা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে এই বিতর্কিত সিদ্ধান্ত দ্রুত বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। একই সঙ্গে তাঁরা ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাপ্রেমী সাধারণ মানুষকে এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande