বৃত্তির তহবিল ঘাটতিতে বিপাকে ত্রিপুরার এসসি–এসটি–ওবিসি শিক্ষার্থীরা, আন্দোলনের হুঁশিয়ারি
আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বৃত্তির দাবিতে ত্রিপুরায় তফশিলি জাতি (এসসি), তফশিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দফতরগুলির দ্বারস্থ হলেও
ত্রিপুরা সরকার


আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বৃত্তির দাবিতে ত্রিপুরায় তফশিলি জাতি (এসসি), তফশিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে সংশ্লিষ্ট দফতরগুলির দ্বারস্থ হলেও এখনও বৃত্তির অর্থ না মেলায় শিক্ষার্থীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সোমবার একদল ওবিসি শিক্ষার্থী আগরতলার ওবিসি কল্যাণ দফতরে গিয়ে বৃত্তির তহবিল সংক্রান্ত খোঁজখবর নেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও দফতরের কর্মকর্তারা তাদের জানিয়ে দিয়েছেন যে বর্তমানে বৃত্তির জন্য প্রয়োজনীয় তহবিল উপলব্ধ নেই। এই বিলম্বের কারণে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের বক্তব্য, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আসন্ন সেমিস্টারের ভর্তি ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। বৃত্তির ওপর নির্ভর করেই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হয়েছেন। ফলে নির্ধারিত সময়ে বৃত্তির অর্থ না পেলে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। সূত্রের খবর, বৃত্তির তহবিল ঘাটতির সমস্যা নতুন নয়। পূর্ববর্তী বছরগুলিতেও এসসি, এসটি এবং ওবিসি শিক্ষার্থীরা বৃত্তি বিতরণে একই ধরনের বিলম্ব ও অনিশ্চয়তার মুখে পড়েছেন। প্রতি বছরই এই সমস্যা পুনরাবৃত্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

শিক্ষার্থীদের দাবি, বৃত্তি সংক্রান্ত এই অনিশ্চয়তা তাদের শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি মানসিক চাপও বাড়িয়ে তুলছে। তারা সময়মতো বৃত্তি বিতরণের ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande