
আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.) : রাজ্যবাসীর সুবিধার্থে নয়াদিল্লির ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। সোমবার নয়াদিল্লির বীর টিকেন্দ্রজিৎ মার্গে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
উল্লেখ্য, দিল্লিতে বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বিশেষ বৈঠকে যোগ দিতে বর্তমানে জাতীয় রাজধানীতে অবস্থান করছেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচির ফাঁকে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো অর্চনার পর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যবাসীর স্বার্থে দিল্লির ত্রিপুরা ভবনের সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। সেই লক্ষ্যেই ২ কোটি ৯৫ লক্ষ টাকা ব্যয়ে ছয়টি কক্ষ ও দুটি হল রুম নির্মাণের এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই সম্প্রসারণের ফলে ত্রিপুরা ভবনের পরিকাঠামো আরও মজবুত হবে এবং দিল্লিতে আগত রাজ্যবাসী ও সরকারি প্রতিনিধিদের সুবিধা বাড়বে বলে তিনি আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, রাজ্য সরকার দিল্লির দ্বারকায় নতুন করে একটি ত্রিপুরা ভবন নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জমি ক্রয় সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই সেখানে নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ