শীর্ষ আদালতে একাধিক মামলার রায়ে জয়োল্লাশ তৃণমূলের, মানতে নারাজ বিজেপি
কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করা এবং আবেদনকারীর সঙ্গে বিএলএদের থাকার অনুমতি নিয়ে শীর্ষ আদালতের রায়কে জয় হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস। সেই দাবি মানতে রাজি নয় বিজেপি। সুপ্রিম কোর্ট ''লজিক্যাল ডিস
শীর্ষ আদালতে একাধিক মামলার রায়ে জয়োল্লাশ তৃণমূলের, মানতে নারাজ বিজেপি


কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসেবে গ্রহণ করা এবং আবেদনকারীর সঙ্গে বিএলএদের থাকার অনুমতি নিয়ে শীর্ষ আদালতের রায়কে জয় হিসাবে দেখছে তৃণমূল কংগ্রেস। সেই দাবি মানতে রাজি নয় বিজেপি।

সুপ্রিম কোর্ট 'লজিক্যাল ডিসক্রিপেন্সি' নিয়ে সোমবার জাতীয় নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সরব হয়েছিল। সোমবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে, এখন বিজেপিকে তাঁরা কোর্টে হারালেন, এপ্রিলের নির্বাচনে ভোটে হারাবেন।

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এদিনের রায় প্রসঙ্গে বলেন,

“বিএলএ-দের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। কমিশনের অনেক আপত্তি ছিল। কোর্ট বলেছে, যে কোনও ভোটার শুনানিতে কারও সাহায্য নিতে পারে।” বিএলএ-দেরও সাহায্য নেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, তৃণমূল এই রায়কে বড় জয় বলে মানতে নারাজ বিজেপি। তারা বলছে, যেখানে কোনও গণতন্ত্রই নেই, সেখানে কী করে নৈতিক জয় বলা হবে। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “তৃণমূলের নৈতিক জয় হিসেবে কী করে দেখব। আজও ফর্ম ৭ জমা দিতে গেলে ক ছিঁড়ে ফেলা হচ্ছে। এটাও তো তৃণমূল কংগ্রেস করছে। গণতন্ত্রই নেই। যতদিন পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে না, ততদিন ভোট হবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande