এসআইআর শুনানি কেন্দ্র ঘিরে হরিশ্চন্দ্রপুরে উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি
মালদা, ১৯ জানুয়ারি (হি. স.): মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এসআইআর শুনানি কেন্দ্রকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকা ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের দফায় দফায়
বিক্ষোভ হরিশচন্দ্রপুর


মালদা, ১৯ জানুয়ারি (হি. স.): মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে এসআইআর শুনানি কেন্দ্রকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকা ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের দফায় দফায় ধস্তাধস্তিতে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়।​এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজ্যজুড়ে ব্লকভিত্তিক এসআইআর শুনানি কেন্দ্রগুলিতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে বিক্ষোভ শুরু হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের কাছেও এসআইআর শুনানির নোটিশ পৌঁছেছে— এমন খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকাল থেকে এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করে।​বিক্ষোভ চলাকালীন হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতি ও ধস্তাধস্তিতে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় হলে বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এলাকায় তীব্র বিশৃঙ্খলা দেখা দেয়।​এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে ইচ্ছাকৃতভাবে অরাজক পরিস্থিতি তৈরি করছে। যদিও তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, সাধারণ মানুষের স্বার্থে করা শান্তিপূর্ণ আন্দোলন দমন করতেই পুলিশ অতিসক্রিয়তা দেখিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande