যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার এন-জেন ডাকঘর, প্রযুক্তিনির্ভর আধুনিক পরিষেবায় নয়া মাইলফলক
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আধুনিক ডাকঘরের সূচনা হল। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ইন্ডিয়া পোস্টের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘এন-জেন’ (নেক্সট জেনারেশন)-এর আওতায় নবসংস্কারিত ও
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এন জেন ডাকঘরের সূচনা


কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েও আধুনিক ডাকঘরের সূচনা হল। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই ইন্ডিয়া পোস্টের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘এন-জেন’ (নেক্সট জেনারেশন)-এর আওতায় নবসংস্কারিত ও আধুনিকীকরণ করা এই ডাকঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিজিটাল সক্ষমতা ও প্রযুক্তিকে হাতিয়ার করে তরুণ প্রজন্মের কাছে ডাক পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম বক্স মণ্ডল, দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, সুপ্রিয় ঘোষ (পিএমজি, মেলস ও বিজনেস ডেভেলপমেন্ট), হাম্মাদ জাফর (ডিপিএস, এইচকিউ), প্রবত বন্দ্যোপাধ্যায় (সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পোস্ট অফিসেস) সহ ডাক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও ছাত্রছাত্রীরা।

​এন-জেন পোস্ট অফিসটি সম্পূর্ণভাবে গ্রাহকবান্ধব এবং ডিজিটাল পরিষেবায় সক্ষম। এখানে এক ছাদের তলায় সেভিংস স্কিম, বিমা পরিষেবা, স্পিড পোস্ট ও পার্সেল পরিষেবার পাশাপাশি বিভিন্ন ই-নাগরিক পরিষেবাও পাওয়া যাবে। আধুনিক পরিকাঠামোর এই কেন্দ্রে ডিজিটাল পেমেন্ট ও দ্রুত গতির লেনদেনের সুবিধাও রাখা হয়েছে।

​অনুষ্ঠানে সি পি এম জি অশোক কুমার বলেন, “এন-জেন ডাকঘরের লক্ষ্য হল প্রথাগত পোস্ট অফিসগুলিকে আধুনিক পরিষেবা কেন্দ্রে রূপান্তর করা, যা তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। এর মাধ্যমে ইন্ডিয়া পোস্টের প্রতি মানুষের দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাস যেমন বজায় থাকবে, তেমনই আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তা আরও গতিশীল হবে।”

​উপাচার্য অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আধুনিক কেন্দ্র স্থাপনের জন্য ডাক বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষাকর্মী এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য অত্যন্ত উপকারী হবে। প্রয়োজনীয় পরিষেবাগুলি এখন অনেক সহজে ও দ্রুত হাতের নাগালে পাওয়া যাবে।”

​যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই এন-জেন পোস্ট অফিসটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি পরিষেবার মধ্যে মেলবন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande