
কলকাতা, ১৯ জানুয়ারি ( হি. স.)- পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিয়মিত যাত্রার জন্য প্রস্তুত হল হাওড়া–কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৭ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া–কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস আগামী ২২ জানুয়ারি ২০২৬ থেকে কামাখ্যা প্রান্তে এবং ২৩ জানুয়ারি ২০২৬ থেকে হাওড়া প্রান্তে নিয়মিত চলাচল শুরু করবে।২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রতিদিন (বুধবার বাদে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে কামাখ্যা ছেড়ে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস প্রতিদিন (বৃহস্পতিবার বাদে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হাওড়া ছেড়ে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যায় পৌঁছবে।এই ট্রেনটি উভয় দিকেই ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রাঙ্গিয়া স্টেশনে থামবে।এয়ার কন্ডিশন্ড এই স্লিপার ট্রেনে আরামদায়ক বার্থ, আধুনিক শৌচালয়, দিব্যাঙ্গ-বান্ধব ব্যবস্থা, উন্নত অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও দেশীয় ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা থাকছে। ২০ জানুয়ারি থেকে পিআরএস ও অনলাইনে টিকিট বুকিং শুরু হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়