মেসিকে ঘিরে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্ট ভেস্তে যাওয়ার পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। অবশেষে তিনি জামিন পেলেন। ১০ হাজার টাকা এবং দুটো সেকিউরিটি বন্ডের ভিত্তিতে ছেড়ে দেওয়া হল কলকাতার
মেসিকে ঘিরে যুবভারতীতে ভাঙচুরকাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত


কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.) : ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির ইভেন্ট ভেস্তে যাওয়ার পর কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। অবশেষে তিনি জামিন পেলেন। ১০ হাজার টাকা এবং দুটো সেকিউরিটি বন্ডের ভিত্তিতে ছেড়ে দেওয়া হল কলকাতার ক্রীড়া উদ্যোগপতিকে। সোমবার ছাড়া পান মেসি কাণ্ডের প্রধান অভিযুক্ত।

গ্রেফতারের পরদিনই তাঁকে তোলা হয় আদালতে। তার বিরুদ্ধে ফুটবল ভক্তদের প্রতারণার অভিযোগে ওঠে। তখন ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় তাঁর জামিনের আবেদন। শেষপর্যন্ত ৩৭ দিন জেলে কাটানোর পর ছাড়া পেলেন শতদ্রু।

দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande