
মালদা, ১৯ জানুয়ারি (হি. স.): ‘এসআইআর’ ( এসআইআর)-এর নামে সাধারণ মানুষকে হয়রান করার অভিযোগ তুলে সোমবার মালদার গাজোলে বিক্ষোভ ও পথ অবরোধে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এদিন দুপুর আনুমানিক একটা নাগাদ গাজোল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের কাছে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন কয়েকশো মানুষ। এর জেরে ওই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকেরা।বিক্ষোভকারীদের মূল অভিযোগ, গাজোল ব্লকের বৈড়গাছি ১ ও ২ নম্বর অঞ্চল এলাকায় এসআইআর-এর নামে সাধারণ মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, বিনা কারণে সাধারণ মানুষকে ডেকে পাঠানো, তথ্য যাচাইয়ের অছিলায় ভয় দেখানো এবং সরকারি পরিষেবা পেতে বাধা সৃষ্টি করা হচ্ছে। এই হয়রানি অবিলম্বে বন্ধের দাবিতেই তাঁরা এদিন রাস্তায় নামেন।প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না। পরিস্থিতি সামাল দিতে গাজোল থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালেও দীর্ঘক্ষণ তা সম্ভব হয়নি। বিকালের দিকে এই অবরোধের জেরে কার্যত অচল হয়ে পড়ে গাজোল সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়ক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়