চিন্ময়কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট, ২ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি চট্টগ্রামের জেলা ও দায়রা আদালতে
চট্টগ্রাম, ১৯ জানুয়ারি (হি.স.) : চিন্ময়কৃষ্ণ দাস সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মহম্মদ জাহিদুল হক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা-মামলা
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস (ফাইল ফটো)


চট্টগ্রাম, ১৯ জানুয়ারি (হি.স.) : চিন্ময়কৃষ্ণ দাস সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মহম্মদ জাহিদুল হক।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা-মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস সহ ৩৯ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এবার মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে আজ সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মহম্মদ. জাহিদুল হক এই আদেশ প্রদান করেছেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এসইউএম নুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এই মামলার শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল ৯-টা ৪৫ মিনিটে পুলিশের বিশেষ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। আদালত ভবনের মূল প্রবেশপথে পুলিশি ব্যারিকেড দিয়ে তালাশি চালানো হয়। আইনজীবী, আদালতের কর্মচারী এবং সংবাদি মাধ্যমের কর্মীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। গত ৭ জানুয়ারি মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

পুলিশি তদন্ত ও অভিযোগপত্র অনুযায়ী এই মামলায় মোট ৩৯ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে চিন্ময়কৃষ্ণ দাস সহ ২৩ জন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি ১৬ জন আসামি এখনও পলাতক। আদালত পলাতক আসামিদের গ্রেফতার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande