
বীরভূম, ১৯ জানুয়ারি (হি.স.): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোমবার বীরভূমে গণইস্তফা দিলেন শতাধিক বিএলও। সোমবার রামপুরহাট ২ ব্লক অফিসের সামনে বহু বিএলও জড়ো হন এবং কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, ব্লকের ১৭০ জন বিএলও-র মধ্যে ১০০ জনেরও বেশি বিএলও উপস্থিত ছিলেন। ওই বিএলও-দের দাবি, শতাধিক বিএলও তাঁদের কাজ থেকে ইস্তফা দিয়েছেন।
এ দিন দুপুরে বোলপুরেও একসঙ্গে প্রায় ৯০ জন বিএলও এসআইআরের কাজ থেকে অব্যাহতি চেয়ে বোলপুরে শ্রীনিকেতনের বিডিও তথা এইআরও-র কাছে স্মারকলিপি জমা দিয়ে গণইস্তফা দেন। তাঁদেরও অভিযোগ, লজিক্যাল ডিসক্রিপেন্সি-র নামে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে। এক বিএলও-র কথায়, প্রতিদিন কমিশনের তরফে একের পর এক চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের উপরে। যার ফলে সাধারণ মানুষের সঙ্গে আমরাও বিভ্রান্তিতে পড়েছি। তাই এই সমস্ত কাজ থেকে অব্যাহতি চেয়ে আজ আমরা গণইস্তফা দিচ্ছি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ