
হুগলি, ১৯ জানুয়ারি (হি.স.): চুঁচুড়া সদরের মহকুমা শাসকের দফতরে ঢুকে সোমবার ফর্ম ৭ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। এ দিন মহকুমাশাসকের দফতরে ঢুকে পড়েন এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। দফতরের বারান্দায় দাঁড়িয়ে ফর্ম ৭ জমা দেওয়ার জন্য গোছাচ্ছিলেন এক বিজেপি কর্মী। অভিযোগ, তখনই তাঁর হাত থেকে ফর্মগুলি নিয়ে ছিঁড়ে দেন তৃণমূলের ওই নেতা-কর্মীরা। ওই বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, ফর্ম ৭ খসড়া তালিকায় নাম থাকা কারওর নিয়ে অভিযোগ ও আপত্তির জন্য| খসড়া তালিকা নিয়ে অভিযোগ ও আপত্তির সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন। সোমবারই সেই সময়সীমা শেষ হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ