
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জানুয়ারি (হি.স.): এসআইআরে হয়রানির অভিযোগে কুলপিতে বিএলও-র বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন ভোটারদের একাংশ| সোমবার দক্ষিণ ২৪ পরগনার কুলপির কামারচক পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের মোল্লারচক এলাকার বিএলও মালতি মণ্ডলের বাড়ি ঘিরে ভোটারদের একাংশ বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কুলপি থানার পুলিশ এসে বিএলও মালতি মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএলওর কাছে জমা দেওয়া সঠিক নথি নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি। কেন প্রায় ১৩০০ ভোটারের মধ্যে ৫০০ ভোটারকে শুনানির নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ