
দক্ষিণ ২৪ পরগনা, ১৯ জানুয়ারি (হি.স.): তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এবার ভাঙড়ের বিধায়ক তথা ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী এসআইআর শুনানিতে ডাক পেলেন। বিষয়টি তিনি নিজেই তাঁর ফেসবুক পেজে পোস্ট করে জানিয়েছেন। নওসাদ বলেন, হিয়ারিং-এর নোটিশ পেয়েছি, তবে এতে আমি আতঙ্কিত নয়। আমার ভোটদানের অধিকার কারুর অভিশাপ-আশীর্বাদের উপর নির্ভর করে না। ভোটদানের অধিকার সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী থাকবে।
সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্টে আইএসএফ সুপ্রিমো নওসাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, বিজেপি-তৃণমূল একযোগে নির্বাচন কমিশনের সহযোগিতায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটারদের হয়রানি করছে। এই অহেতুক হয়রানি বন্ধ করতে হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ